আট দিন পর আজ (১৮ জুন ২০২১) বাসায় ফিরলেন মাওলানা আবু ত্বহা । পুলিশের এক ব্রিফিং এ বিষয়ে নিশ্চত করা হইয়েছে । পুলিশের ব্রিফিং এ আরো জানানো হয়। এক ব্যক্তিগত কারনে তিনি আত্মগোপনে ছিলেন। তার উপর কোন অত্যাচার হয় নাই। তাকে পাওয়া গেছে এতেই তার পরিবার এবং তার শুভাকাঙ্ক্ষীরা খুশি।
বর্তমানে আলোচিত এক বক্তা আবু ত্বহা আদনান। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় এই বক্তা। তিনি হঠাৎ করে ১০ জুন থেকে তার হদিস পাওয়া যাচ্ছে না। নিখোঁজ হওয়ার সময় তার সাথে আরও তার তিন সঙ্গী ছিলেন।
আবু ত্বহা মুহাম্মদ আদনান একজন ইসলামি আলোচক। তিনি সহজ সরল ভংগিমার কারণে তরুণদের মধ্যে দ্রুতগতিতে জনপ্রিয় হয়। তার নাম মোঃ আফছানুল আদনান কিন্তু সবার কাছে তিনি আবু ত্বহা মুহাম্মদ আদনান নামেই পরিচিত। তিনি দর্শনে অনার্স ও মাস্টার্স করেন। সাথে সাথে রংপুরের জামেয়া সালাফিয়া মাদ্রাসা থেকেও আরবী নিয়ে পড়াশুনা করেন। নিজে ইসলাম নিয়ে জ্ঞান অর্জন করেন। তার নিখোঁজ হওয়ার খবরে বেশ শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আবার তার ফিরে আসা নিয়েও নানা আলোচনা সমালোচনা চলছে। মানুষের মনে নানা প্রশ্ন উঁকিঝুঁকি মারছে। সেসব প্রশ্নের উত্তরের জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে। (লেখকঃ জলিল মাহমুদ, শিক্ষক ও কলাম লেখক)
0 Comments