বংলাদেশের জাতীয় খেলা হাডুডু।

 The National Game in Bangladesh is Hadudu — Steemit

 আমাদের জাতীয় খেলা হাডুডু । আমদের ঐতিহ্য হাডুডু বা কাবাডি। আজ প্রায় বিলুপ্তির পথে। আগে গ্রাম গঞ্জে সব জায়গায় হাডুডু খেলার প্রচলণ ছিল। পাড়ায় পাড়ায় এ খেলা নিয়ে প্রতিযোগিতা হতো। প্রচুর দর্শক হতো। এক নর্ভেজাল বিনোদন ছিল এ হাডূডু। এই খেলায় শারীরিক কসরত ও নৈপুন্যের মাধ্যমে নিজের দলকে বিজয়ী করতে হতো। এই খেলাটিকে তার হারনো গৌরবে ফিরিয়ে আনতে হবে। এ খেলার জন্য তেমন বড় মাঠের প্রয়োজন হয় না। তাই এটির আয়োজনো সহজ। কারন তেমন কোন উপকরন এরও প্রয়োজন হয় না।

Post a Comment

0 Comments