৭২ বছরে বাংলাদেশ আওয়ামী লীগঃ রোজ গার্ডেন থেকে যার যাত্রা শুরু।

 

১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার রোজ গার্ডেনে এক ঐতিহাসিক প্রয়োজনে  পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম গীগের জন্ম হয়। প্রতিষঠার শুরুতে এ দলের নেতৃত্বে ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শামসুল হক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রথম সভাপতি ও সম্পাদক ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও শামসুল হক । প্রতিষ্ঠাকালীন যুগ্ম সপাদক ছলেন শেখ মুজিবুর রহমান । যুগ্ম সপাদক থাকার সময় সারা দেশে ঘুরে বেড়িয়েছেন দল গঠনের জন্য। মুলত দল গঠনের মূল কাজটিই করেন শেখ মুজিবুর রহমান। এই দলটি স্বাধীনতা অর্জন সহ প্রায় সকল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জন্মের দুই দশক পরই আওয়ামী লীগের সবছেয়ে বড় অর্জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামের একটি স্বাধীন দেশের সৃষ্টি। তাই তো শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা।

বর্তমানে টানা তিন মেয়াদে ক্ষমতায় আছে আওয়ামী লীগ। দেশ স্বাধীনের পর দেশ গঠনে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ যখন এগিয়ে যাচ্ছিল তখনই দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে দেশের কয়জন বিপদগামী সেনা সদস্যের হাতে সপরিবারে নিহত হন আমাদের জাতির পিতা বঙবন্ধু শেখ মুজিবুর রহমান। বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। ১৯৮১ সালের কাউন্সিলে শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। সেই থেকে তিনিই সভাপতি। সর্বশেষ ২০১৯ সালে দলের ২১তম জাতীয় কাউন্সিলেও তিনি সভাপতি নির্বাচিত হন। (লেখকঃ শিক্ষক ও কলাম লেখক)


 

Post a Comment

0 Comments